বিশ্ববাজারে বেড়েই চলেছে অপরিশোধিত তেল বা ব্রেন্ট ক্রুডের মূল্য। বর্তমানে প্রতি ব্যারেল তেল বিক্রি হচ্ছে ৯৫ ডলারে। অর্থনীতিবিদদের ধারণা, যেভাবে তেলের দাম বাড়ছে, তাতে খুব শিগগির প্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলার ছাড়িয়ে যাবে।
বিগত সাত বছরের রেকর্ড ভেঙে দিয়ে বর্তমান বাজারে তেলের দাম সর্বোচ্চ স্থান দখল করে আছে। ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে হয়েছে প্রতি ব্যারেল ৯৪ দশমিক ৪৪ ডলার। দাম বৃদ্ধির প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে চাহিদা অনুযায়ী তেলের জোগান না থাকা, ইউক্রেন-রাশিয়ার সীমান্ত উত্তেজনাকে কেন্দ্র করে বিশ্বব্যাপী যুদ্ধাবস্থা এবং মহামারী করোনার কারণে চলমান অস্থিতিশীল বিশ্ববাজার।
ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির পূর্বাভাস অনুযায়ী, এ বছর বিশ্বে তেলের চাহিদা দিনে ৩২ লাখ ব্যারেল বেড়ে সর্বকালীন রেকর্ড উচ্চতায় উঠতে পারে। সে ক্ষেত্রে সৌদি আরব ও অন্যান্য তেল উৎপাদনকারী দেশগুলো তেলের জোগান বাড়িয়ে বাজারে স্থিতিশিলতা আনতে পারে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।