শেয়ারবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি বিএসআরএম স্টিলের চলতি হিসাব বছরের অর্ধবার্ষিক (জুলাই-ডিসেম্বর, ২০২১) এবং দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর, ২০২১) অনেক ক্ষেত্রে আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আগের হিসাব বছরের তুলনায় কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৬৭ শতাংশ বেড়েছে।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানির চলতি হিসাব বছরের ছয় মাসে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫.৩৪ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ৩.২০ টাকা। সে হিসেবে কোম্পানির মুনাফা ২.১৪ টাকা বা ৬৭ শতাংশ বেড়েছে।
এদিকে, কোম্পানির চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৪৬ টাকা। আগের হিসাব বছর একই সময়ে ইপিএস ছিল ২.২৫ টাকা। সে হিসেবে কোম্পানির মুনাফা ০.২১ টাকা বা ৯ শতাংশ বেড়েছে।
২০২১ সালের ৩১ ডিসেম্বর কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৬.৯২ টাকায়।
কলমকথা/ সাথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।