স্বাভাবিক দামে ফিরেছে পেঁয়াজ। সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা কমেছে। ভালো মানের দেশি পেঁয়াজের কেজি ৩০ টাকায় পাওয়া যাচ্ছে। ছোট আকারের দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা।
আর আমদানি করা ভারতীয় পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা। শুক্রবার (২১ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দামের এ তথ্য জানা গেছে। পেঁয়াজের ব্যবসায়ীরা বলেন, মৌসুম শেষেও এবার পেঁয়াজের দাম খুব একটা বাড়েনি।
এখন নতুন পেঁয়াজের ভরা মৌসুম। তাই বাজারে ভালো মানের নতুন পেঁয়াজের সরবরাহ বাড়ছে। আর আমদানি বেশি হওয়ায় দাম কমছে।
কলমকথা/বি সুলতানা
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।