জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের উদ্যোগে প্রকাশিত `আবৃত্তির নির্বাচিত কবিতাবলি’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি ) উপাচার্য কনফারেন্স রুমে বইটির মোড়ক উন্মোচন করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোঃ হুমায়ুন কবীর চৌধুরী, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, প্রক্টর, শিক্ষক সমিতির সভাপতি, বিভিন্ন বিভাগের শিক্ষক এবং আবৃত্তি সংসদ সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন। ‘আবৃত্তির নির্বাচিত কবিতাবলি’ বইটি বইমেলার ৭৯-৮০ নাম্বার স্টল গ্রন্থরাজ্যতে পাওয়া যাবে। এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টলেও পাওয়া যাবে বইটি।
উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের উদ্যোগে প্রকাশিত `আবৃত্তির নির্বাচিত কবিতাবলি’ গ্রন্থটি সম্পাদনা করেন ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ কামরুল ইসলাম এবং সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক কে. এম. সুজাউদ্দিন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।