আনন্দঘন পরিবেশে ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের ৫২ তম ব্যাচের শিক্ষার্থীদের র‌্যাগ ডে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে অধ্যক রফিকুল ইসলাম খান ‘র‍্যাগ ডে’এর শুভ উদ্বোধন ও কেক কেটে র‍্যাগ ডে’র আনুষ্ঠানিকতা শুরু করেন।

৫২তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থী অনুভূতি প্রকাশ করে বলেন, আজকের এই র‍্যাগ ডে এর মাধ্যমে যেমন সবাই একত্রিত হয়েছি সেটা একদিকে যেমন আনন্দের অন্যদিকে অনুষ্ঠানে শেষে সবাই বিচ্ছিন্ন হয়ে যাবো যেটা অনেক কষ্টের। সর্বোপরি,স্মৃতি বিজড়িত বন্ধুত্বের এই বন্ধন আরও অটুট থাকুক এটাই প্রত্যাশা।

অনুষ্ঠানের শেষ ভাগে ছিল মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান। ৫২তম ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে নাচ, গান, কবিতা আবৃত্তি সারা ক্যাম্পাসকে মাতিয়ে রাখে। এসময় বিদায়ী শিক্ষার্থীদের সঙ্গে আনন্দে মেতে উঠেছিল বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা। পুরো কলেজ জুড়েই ছিলো আনন্দ-উৎসবের আমেজ । এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।