গুচ্ছভুক্ত ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আজ বৃহস্পতিবার সমন্বিত ভর্তিসংক্রান্ত অফিশিয়াল ওয়েবসাইটে https://gstadmission.ac.bd ফলাফল প্রকাশ করা হয়।

গত সোমবার দেশের ২২টি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গুচ্ছের বাণিজ্য শাখা থেকে প্রায় ৩৪ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেন।

এর আগে গত ১৭ অক্টোবর বিজ্ঞান শাখার এবং ২৪ অক্টোবর মানবিক শাখার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিভাগ দুটি ফলাফল প্রকাশ করা হয়েছে। ভর্তি পরীক্ষার উপাচার্যদের সমন্বয়ে গঠিত কোর কমিটির আহ্বায়ক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দীন আহমেদ বলেছিলেন, আমরা সব শিক্ষার্থীর প্রাপ্ত স্কোর প্রকাশ করেছি।

এখন স্কোর থেকে সমন্বিত বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের মতো আলাদা করে ভর্তি নির্দেশিকা প্রকাশ করে সেই অনুযায়ী ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে।