১৭ অক্টোবর থেকে আরম্ভ হচ্ছে গুচ্ছ ভর্তির আবেদন চলবে ২৭ অক্টোবর পর্যন্ত । ইতোমধ্যে গুচ্ছ ভর্তির কেন্দ্রীয় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
এ বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে জিপিএ এর উপর নম্বর থাকার সম্ভাবনা রয়েছে,তবে সেটা এখনো নিশ্চিত নয়।
গতকাল ১৪ অক্টোবর মুঠোফোনে এসব তথ্য জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান।
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মোঃ ইমদাদুল হক এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান ১৬ অক্টোবর (রবিবার) বেলা ৩টায় এ বিষয় নিয়ে একটা মিটিং আছে তারপর বিষয়টি নিশ্চিত করা হবে।
এখন পর্যন্ত গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের মাঝে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে জিপিএ এর উপর মার্ক না রাখার সিদ্ধান্ত নিয়েছে।
জিপিএ মার্ক রাখা না রাখা নিয়ে জবি উপাচার্য জানিয়েছেন এটা যেকোনো বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বিষয় তারা চাইলে নম্বর রাখতেও পারবে না ও রাখতে পারবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।