শেষ হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে তিন ইউনিটে ২৭৬৫ সিটের বিপরীতে ভর্তির আবেদন করেছে ৪৩ হাজার ৪২৭ জন শিক্ষার্থী। আসনপ্রতি লড়বে ১৬ জন শিক্ষার্থী। বৃহস্পতিবার  রাত ১১ টা ৫৯ মিনিটে আবেদনের সময় শেষ হয়েছে।

এ বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে মোট আবেদন করেছে ৪৩ হাজার ৪২৭ জন। এর মধ্যে ‘এ’ ইউনিটে আবেদন পড়েছে ২৪ হাজার ৮৪৯, ‘বি’ ইউনিটে ৯ হাজার ৯৮৯ ও ‘সি’ ইউনিটে আবেদন পড়েছে ৬ হাজার ২৪০টি,  এছাড়াও ফিল্ম এন্ড টেলিভিশন ডিপার্টমেন্টে ৭৮০ জন, ফাই আর্টসে ৮৯৭ জন, থিয়েটারে ৩২৭ জন এবং মিউজিকে ৩৪৫ জন শিক্ষার্থী আবেদন করেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় আইটি সেলের পরিচালক কম্পিউটার সাইন্স ডিপার্টমেন্টের চেয়ারম্যান অধ্যাপক ড. উজ্জ্বল কুমার আচার্য্য।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় মোট আসন সংখ্যা ২৭৬৫টি, সে হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে বিজ্ঞান বিভাগে। ‘এ’ ইউনিটে আসন ১১৫৫টি, প্রতিটি আসনের জন্য আবেদন করেছে ২২ জন। ‘বি’ ইউনিটে আসন ৮৫০টি,  প্রতি সিটের বিপরীতে আবেদন করেছে ১২ জন, ‘সি’ ইউনিটে আসন৬১০টি, প্রতি আসনের বিপরীতে আবেদন করেছে প্রায় ১১ জন।

শুক্রবার (২৮ অক্টোবর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান  বলেন, আমাদের প্রথম মেরিট লিস্ট আগামী আগামী ৭ নভেম্বর প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা দ্রুত ভর্তি কার্যক্রম শেষ করার চেষ্টা করবো।
এছাড়া গুচ্ছের টেকনিক্যাল কমিটির সূত্রে জানা যায়, গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে মোট আবেদন ছাড়িয়েছে ১ লক্ষ ৫৭ হাজার। এর মধ্যে যথাক্রমে ‘এ’ ইউনিটে আবেদন পড়েছে ৮৫ হাজারের বেশি, ‘বি ইউনিটে ৪৮ হাজারের অধিক, ও ‘সি’ ইউনিটে আবেদন পড়েছে ২৩ হাজারের বেশি। এবার নিজস্ব পদ্ধতিতে মেরিট ও ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে গুচ্ছের অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো। গুচ্ছ পদ্ধতির অন্তর্ভুক্ত বিদ্যালয়গুলো তাদের নিজস্ব পদ্ধতিতে মেরিট প্রকাশের পাশাপাশি ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবে। এক্ষেত্রে ভর্তি প্রক্রিয়ায় পূর্ব নির্দেশনাকেই অনুসরণ করতে হবে।

উল্লেখ্য, গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা গত ১৭ অক্টোবর দুপুর ১২টা হতে শুরু হয় এবং ২৭ অক্টোবর  রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলমান ছিল। ২৮ অক্টোবর ২০২২ তারিখ রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত শিক্ষার্থীরা ফি পরিশোধ করতে পারবে। গত বছর ২০২০-২১ শিক্ষাবর্ষে  জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতি আসনে লড়াই করেছিল ১৪ জন। মোট আবেদন পড়েছিল ৪০ হাজার শিক্ষার্থী।