কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১১তম ব্যাচের রসায়ন বিভাগের শীক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা সুব্রত সরকার।

গত (২৪জুলাই) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ উপলক্ষে ১৭ সেপ্টেম্বর ২০২২ তারিখে তার নিজ উপজেলা দাউদকান্দি, পাচঁগাছিয়া পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনগুলো সুব্রত সরকারকে সংবর্ধনা প্রদান করেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁচগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ রতন, সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম প্রধান, যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মিয়াজী, বিশিষ্ট শিল্পপতি এবং পাঁচগাছিয়া ইউনিয়নের আওয়ামী লীগ নেতা মোশারফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার লিয়াকত আলী সরকার।

এছাড়া পাঁচগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের মধ্যে উপস্থিত ছিলেন সগির আহম্মেদ, নাসির উদ্দীন বেপারী মেম্বার, অহিদুর রহমান অহিদ মেম্বার, আলী নুর প্রধান, শামীম আহাম্মেদ, রুবেল সরকার, সহিবুল কবির সুমন, পাঁচগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফরহাদ সরকার ও সাধারণ সম্পাদক মেহেদী সরকার, হেলাল উদ্দিন, রবিউল প্রধান, নজরুল পাটোয়ারী, আল-আমীন, তোফায়েল পাটোয়ারী, দিনেশ চন্দ্র, পরিমল তালুকদার, সুবল সরকার, যুবরাজ বেপারি, মাহাবুর আলম সোহান, আফজাল হোসেন আদন, বাবুল শীল, আনন্দ সরকার সহ আরো অনেক নেতৃবৃন্দ।

সংবর্ধনা অনুষ্ঠানে সুব্রত সরকার কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সুব্রত সরকার বলেন, আমি বঙ্গবন্ধু আদর্শের একজন ছাত্রলীগের কর্মী। আমি সততা এবং নিষ্ঠার সাথে আমার দায়িত্ব পালন করবো।

তিনি আরও বলেন, আমি সত্যিকার অর্থে চির ঋণী হয়ে গেলাম আপনাদের কাছে। আপনাদের দেওয়া এই সুন্দর মুহূর্ত আমার জীবনে স্মরনীয় হয়ে থাকবে। আমার জন্য আপনার সবাই আর্শীবাদ করবেন যেন আমি সর্বদা আমার সঠিক দায়িত্ব পালন করতে পারি। ধন্যবাদ জানাচ্ছি পাঁচগাছিয়া পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের সকলের প্রতি।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে ইউনিয়নের জনমানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে বের হলে জনতার ঢল নামে। তার শুভাকাঙ্ক্ষীরা তাকে নিয়ে বিভিন্ন গ্রাম প্রদক্ষিণ করে কুশলাদি মত বিনিময় করেন।