জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বেগম খালেদা জিয়া হলের নতুন প্রাধ্যক্ষ হিসেবে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক শারমীন সুলতানাকে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক) রহিমা কানিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক তাহমিনা আক্তারকে প্রভোস্টের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানপূর্বক পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শারমীন সুলতানাকে যোগদানের তারিখ হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উক্ত হলের প্রভোস্ট নিয়োগ করা হলো।’
বেগম খালেদা জিয়া হলের নতুন প্রাধ্যক্ষ অধ্যাপক শারমীন সুলতানা বলেন,’ নতুন প্রভোস্ট হওয়ার চিঠি পেয়েছি। উপাচার্য স্যার আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা যাথাযথভাবে পালন করার চেষ্টা করবো। শিক্ষার্থীদের কল্যাণে যা কিছু করা দরকার সবই করবো। এ ব্যাপ্যারে সকলের সহযোগিতা কামনা করি।’
উল্লেখ্য, এর আগে বেগম খালেদা জিয়া হলের প্রাধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক তাহমিনা আক্তার।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।