ঠাকুরগাঁও শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে মানববন্ধন পালন করে সাধারণ শিক্ষার্থীরা। সোমবার শহরের চৌরাস্তায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন পালন করা হয়।
“সব গাড়িরই ঘুরছে চাকা, শিক্ষা প্রতিষ্ঠান কেন ফাঁকা” ও “এক দিনও দেরী নয়, শিক্ষা প্রতিষ্ঠান খোলা চাই” এই শ্লোগানে ঠাকুরগাঁওয়ে অবস্থানরত দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের আয়োজনে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিনহাজুল হক রুমন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এমদাদুল হক, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাব্বির হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজমিন আক্তার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিনারা আক্তার, বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সালাউদ্দিন প্রমুখ।
শিক্ষার্থীরা সকল প্রতিষ্ঠান খোলা রাখা হয়েছে উল্লেখ করে দ্রত সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের দৃষ্টি আকর্ষন করেন।
এছাড়াও অনলাইন পরীক্ষা বাতিল করে দ্রত শিক্ষা কার্যক্রম চালু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দ্রত নেওয়ার দাবি জানান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।