মোঃ তাহেরুল ইসলাম, ডোমার নীলফামারী প্রতিনিধি: করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষক-শিক্ষার্থীদের শ্রেণি পাঠে অংশগ্রহণ বিষয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পরিদর্শন করেছে ডোমার উপজেলা স্বাস্থ্য বিভাগ।
সোমবার (১৩ই সেপ্টেম্বর) মটুকপুর ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনে যান ডোমার উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. মো. রায়হান বারী। এসময় তৃতীয় ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে চকলেট বিতরণ করা হয়।
তাছাড়া স্বাস্থ্যবিধি মেনে শ্রেণি পাঠদানে অংশগ্রহণে উৎসাহিতকরণ ও প্রধান শিক্ষক সহ সকল শিক্ষকদের ধন্যবাদ জানানো হয়।এরপর বোড়াগাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতকরণে প্রধান শিক্ষকে অনুরোধ ও সহযোগিতা কামনা করা হয়।
সেইসাথে শিক্ষার্থীদের যথাযথ স্বাস্থ্য শিক্ষা প্রদান করেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগণ। এ সময় উপস্থিত ছিলেন ডাঃ মোঃ আবুল আলা(এম ওডিসি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার, ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক মোঃ বেলাল উদ্দিন,স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ আল আমিন রহমান সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবিষয়ে ডোমার উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. মো. রায়হান বারী জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পরিদর্শনে এসেছি। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার অনুরোধ জানানো হয়। প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা স্কুলে ফিরে অনেক আনন্দ ও উচ্ছ্বসিত হয়েছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।