রাজধানীর নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজের সামনের সড়কে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ চলছে। বুধবার (৩০ মার্চ) রাতে ঢাকা কলেজের শিক্ষার্থী ও টিচার্স ট্রেনিংয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সংঘর্ষে এরই মধ্যে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। দুই পক্ষ পরস্পরের দিকে ইট-পাটকেল ছুড়ছে। কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দও পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ এখনো থামেনি। সংঘর্ষের কারণে সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে। পাশাপাশি থাকা দুই শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষার্থী সড়কে অবস্থান করছেন।

সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেলেও, তাদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনা সম্পর্কে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার শরিফ মোহাম্মদ ফারুকুজ্জামান জানান, নিউ মার্কেট দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষের কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তাদের বোঝানোর চেষ্টা করা হচ্ছে। দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা হচ্ছে।

নিউ মার্কেট থানার ডিউটি অফিসার মো. মেহেদী হাসান জানান, ঢাকা কলেজের শিক্ষার্থী ও টিচার্স ট্রেনিংয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলছে। ঘটনাস্থলে ওসি স ম কাইয়ুম রয়েছেন। তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন।

নিউ মার্কেট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাহেব আলী বলেন, ঘটনার বিস্তারিত এখনো আমরা জানতে পারিনি। সংঘর্ষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ডাকা হয়েছে।