ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ‘১২তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড’। আজ শুক্রবার (৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের এ এফ মুজিবুর রহমান গণিত ভবনে ঢাবির ফলিত গণিত বিভাগ, বাংলাদেশ গণিত সমিতি ও এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের আয়োজন করা হয়।
ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান দিনব্যাপী এই অলিম্পিয়াডের উদ্বোধন করেন। উদ্বোধনকালে উপাচার্য বলেন, গণিত হচ্ছে সকল বিজ্ঞানের ভাষা। শিক্ষার্থীদের গণিত ভীতি দূর করতে এ আয়োজন কার্যকর ভূমিকা পালন করবে। পরে এ উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।