কাওসার হামিদ, তালতলী প্রতিনিধি: বরগুনার তালতলীতে সোমবার সকাল ১০ টায় নাগরিক সমাজের আয়োজনে তালতলী কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব হাফেজ মোঃ আঃ ছত্তার এর বিদায়ী সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান ছাতনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তনে সাবেক অধ্যক্ষ হারুন অর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রেজবি উল কবির জোমাদ্দার।
এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বড়বগী ইউপি চেয়ারম্যান আলমঙ্গীর মুনশি, তালতলী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবুল কাশেম,তালতলী সরকারি কলেজের সহকারি অধ্যাপক আঃ রহমান,তালতলী ছালেহিয়া আলীম মাদ্রাসার অধ্যক্ষ হারুন অর রশিদ,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলতাফ হোসেন মাষ্টার, উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি কামরুল আহসান,মদিনা মসজিদের ইমাম মুফতি ইসমাইল হোসেন, ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক গোলাম মাওলা, তালতলী সরকারি কলেজের সহকারি অধ্যাপক জাফর জোমাদ্দার, মাওলানা মোঃ সুলতান মাহমুদ, তালুকদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ রব মাষ্টারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা তালতলী কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব হাফেজ মোঃ আঃ ছত্তার কর্মময় ৪২বছর জীবনি নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাতনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সিদ্দিক।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।