দেশের গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারও ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা।

গতকাল শুক্রবার (৮ এপ্রিল) জবি উপাচার্য অধ্যাপক ইমদাদুল হক বলেছেন, গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সব উপাচার্য এ বিষয়ে একমত। ভর্তি বিজ্ঞপ্তির সঙ্গে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

দ্বিতীয়বার পরীক্ষার সুযোগপ্রাপ্তদের শর্তের বিষয়ে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন জানান, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আমাদের পরবর্তী সভায় বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। আজকের সভায় সেকেন্ড টাইম রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।