অলিউর রহমান মেরাজ, নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি :  দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জের আলদাতপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় দীর্ঘ ১৩ বছর ধরে বিভিন্ন ভাবে অবহেলিত এই স্কুলটি মাঝখানে করোনার পর যখন বন্ধ তখন থেকে ঐ অবস্থায় ২০২২ সালের বই বিতারন করার পরও ক্লাস নেওয়ার উপযোগী করা যায়নি স্কুল টি।

পরে স্কুল সংস্কার করার জন্য প্রায়ই সব কাজ এ শেষ এখন শুধু মাত্র ৩০ হাজার টাকার জন্য ক্লাস নেওয়ার উপযোগী করতে পারছেন না বলে জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক।

স্কুলের প্রধান শিক্ষক মোঃ রাহেনুল ইসলাম রায়হান জানান, স্কুলের প্রায়ই সব কাজই করা হয়েছে এখন শুধু অল্প কিছু কাজ আছে এখন শুধু ৩০ হাজার টাকা হলেই আমরা স্কুলটিতে ক্লাসের উপযোগী করতে পারবো তো ৫টি গ্রামের মোট ২০০টি ছাত্রের পড়ালেখা নিশ্চিত করতে পারবো তাই সমাজের সকল বিত্তবানদের এগিয়ে আসার আহবান রইল।

 

 

কলমকথা/ বিথী