মহান বিজয় দিবসে প্রশাসনের কর্মসূচি বর্জন করে সতন্ত্রভাবে উদযাপন করলো ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)। শনিবার (১৬ ডিসেম্বর) বেলা ১২টার দিকে দিনটি উপলক্ষে অনুষদ ভবন থেকে এক আনন্দ শোভাযাত্রা বের করে তারা। ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্বতন্ত্রভাবে বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থাপিত মহান মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ‘মুক্ত বাংলা’য় পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে শোভাযাত্রাটি আবার শুরু করে থানা গেইটে এসে শেষ করে। পরে প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান যেখানে বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন সেখানে শ্রদ্ধা জানান সংগঠনটির নেতাকর্মীরা। এসময় ইউট্যাবের সাথে বিএনপিপন্থী শিক্ষকদের আরো দুটি সংগঠন বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদ ও সাদা দল এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সেখানে
শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউট্যাবের সভাপতি প্রফেসর ড. তোজাম্মেল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রফেসর ড. নজিবুল হক, জিয়া পরিষদের সভাপতি প্রফেসর ড. রুহুল আমিন, সাদা দলের সভাপতি প্রফেসর ড. একে.এম মতিনুর রহমান। এসময় সেখানে উপস্থিত ছিলেন জিয়া পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড. আব্দুস সামাদ, প্রফেসর ড. রফিকুল ইসলাম, প্রফেসর ড. আবুল কাসেম তালুকদার, প্রফেসর ড. মো সেলিম, প্রফেসর ড. আসাদুজ্জামান বাদলসহ কর্মকর্তা ও কর্মচারী ইউনিটের নেতৃবৃন্দরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউট্যাবের কেন্দ্রীয় সদস্য প্রফেসর ড. রশিদুজ্জামান। আলোচনা শেষে শহিদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন ইউট্যাবের কেন্দ্রীয় সদস্য প্রফেসর ড. ইদ্রীস আলী।
ইউট্যাবের সভাপতি প্রফেসর ড. তোজাম্মেল হোসেন বলেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে মহান বিজয় পেয়েছি তাদের সকলের আত্মার শান্তির জন্য মাগফেরাত কামনা করছি। সেইসাথে স্বরণ করছি স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মহান মুক্তিযুদ্ধে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এছাড়াও তিনি তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি কামনা করেন।
সংগঠনটির দাবি, গত বছর মহান বিজয় দিবসে ফুল দেয়ার সময় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা জিয়া পরিষদের নেতাকর্মীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে। এ বিষয় প্রশাসন কোন পদক্ষেপ গ্রহণ না করায় এরপর থেকে তারা নিজস্বভাবে প্রশাসনের বাইরে গিয়ে কর্মসূচি পালন করে থাকে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।