দেশব্যাপী বিএনপি-জামায়াতের টানা অবরোধ, সন্ত্রাস, নৈরাজ্য এবং সহিংসতার প্রতিবাদে মানববন্ধন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকরা। বৃহস্পতিবার (২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে নীলদলের একাংশ এ মানববন্ধন করেন।
নীল দলের সভাপতি অধ্যাপক ড.নূরে আলম আব্দুল্লাহ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড.মোমিন উদ্দীনের সঞ্চালনায় উপস্থিতি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড.কামালউদ্দীন আহমদ। এ সময় কোষাধ্যক্ষ ড.কামাল উদ্দীন আহমদ বলেন, সংগ্রামের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগকে ষড়যন্ত্রের মাধ্যমে হারানো হয়েছিল। আমরা এখন সতর্ক।
এসময় নীলদলের সাবেক সভাপতি অধ্যাপক ড. জাকারিয়া মিয়া তার বক্তব্যে বলেন, বিএনপি জামাতের আগ্রাসী চেহারা আবার প্রকাশ পাচ্ছে। দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। বাংলাদেশের ইতিহাসে সকলের নিকট তারা একটি কলঙ্কজনক নাম।
এসময় মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড.মোস্তফা কামাল, শিক্ষক ফারুক হোসেন, মহিউদ্দিন মাহি, মো. আশরাফুল ইসলাম, আরিফুল আবেদ, ড. মোবারক হোসাইন, আতিয়ার রহমান, ছাত্রকল্যাণ পরিচালক ড. আল আমীনসহ বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন। এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম ফরাজী ও সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।