২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছে থাকতে বিশ্ববিদ্যালয়গুলোকে নির্দেশ দিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ।
শনিবার (১৫ এপ্রিল) রাষ্ট্রপতির নির্দেশক্রমে শিক্ষামন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ন সচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে বলা হয়েছে,বিগত সময়ে যেসকল পাবলিক বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষায় যুক্ত ছিল তাদের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষা কার্যক্রমে অংশগ্রহন বাধ্যতামূলক করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে নির্দেশ প্রদান করা হয়েছে।
এছাড়াও ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ হতে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়কে একক ভর্তি পরীক্ষার আওতায় নেয়ার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহনের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে দায়িত্ব প্রদান করা হয়েছে।
গুচ্ছ ভর্তি পরীক্ষা পদ্ধতি থেকে বের হয়ে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ থেকে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং ইসলামী বিশ্ববিদ্যালয়।
ইতোমধ্যে নিজস্ব ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়। নিজস্ব ভর্তি কমিটি গঠন এবং ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।