মোঃ কামরুজ্জামান, কুষ্টিয়া জেলা প্রতিনিধি: ভর্তি পরীক্ষার তিন দিন বন্ধ থাকবে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। ওই তিন দিন বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহা. আতাউর রহমান।
তিনি জানান, গুচ্ছ পদ্ধতিতে ২০ টি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ( সম্মান/ইঞ্জিনিয়ারিং/ফার্ম) শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামী ১৭ ও ২৪ অক্টোবর এবং ১ নভেম্বর অনুষ্ঠিত হবে। এ সময় বিশ্ববিদ্যলয়ের সকল বিভাগের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।
উল্লেখ্য, এবার প্রথমবারের মতো দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ১৭ অক্টোবর ‘ক’ (বিজ্ঞান) ইউনিটের পরীক্ষার মধ্যদিয়ে এ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা শুরু হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।