মেডিকেল ভর্তি পরিক্ষা পেছানোর দাবিতে ঢাকা প্রেস ক্লাবের সামনে শিক্ষার্থীদের মানববন্ধন।

২০২০-২১ শিক্ষাবর্ষের মেডিকেল কলেজের এমবিবিএস ভর্তি পরীক্ষা পেছানোর দাবি জানিয়েছেন ভর্তিচ্ছুরা। এ দাবিতে সোমবার (৮ মার্চ) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি ও অনশন করেছেন তারা।

 

কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, করোনাভাইরাসের সংক্রমণের কথা বিবেচনা করে সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পিছিয়ে দেয়া হয়েছে। অথচ মেডিকেলে মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা পেছানো হচ্ছে না। এটি এক ধরনের বৈষম্য। আমরা সময়ের এই বৈষম্য মানি না।
দেশের ৯০% শিক্ষার্থী বর্তমান করোনা পরিস্থিতিতে মেডিকেল ভর্তি পরিক্ষা না দেয়ার পক্ষে।
তারা আরও বলেন, ২ এপ্রিল মেডিকেল ভর্তি পরীক্ষা হলে অনেকগুলো সমস্যার সৃষ্টি হবে। এর মধ্যে অন্যতম হলো, পরীক্ষার্থী এবং তাদের অভিভাবক মিলিয়ে প্রায় চার লাখ মানুষের সমাগম হবে। ফলে অনেকেই করোনায় সংক্রমিত হবার সম্ভাবনা আছে।

এছাড়া ভর্তি পরীক্ষা শেষ হওয়ার পর অনেকেই বেসরকারি মেডিকেলে ভর্তি পূর্বে অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা দেন। তবে এবার সে সুযোগ থেকে অনেকেই বঞ্চিত হবেন। তাই দ্রুত পরীক্ষার তারিখ পেছানোর দাবি জানাচ্ছি।

এর আগে একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিভাগীয় জেলা শহরগুলোতে মানববন্ধন করেছেন মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ।