মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মধ্যে সৃষ্টি হয়েছে  উদ্বেগ।

 

আগামী ২ এপ্রিল শুক্রবার মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে নানান প্রশ্ন।  কারণ, গত কয়েকদিন করোনার ঊর্ধ্বমুখী প্রকোপ শিক্ষার্থী ও শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে এ প্রশ্নর সৃষ্টি করেছে।  আদৌ কি পরীক্ষা হবে। এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে তাদের।

গত ৯মার্চ মেডিকেল ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সদস্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (স্বাস্থ্য শিক্ষা) ডা.এ কে এম আহসান হাবীব বলেন আগামী ২ এপ্রিলই ২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার তারিখ পেছানোর সুযোগ নেই। পরীক্ষার মানবন্টন থেকে শুরু করে সবকিছু আগের নিয়মেই হবে। পরীক্ষার হলে শিক্ষার্থীদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা হবে।

মেডিকেল ভর্তি পরীক্ষা পেছানোর দাবিতে শিক্ষার্থীরা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রুপ খুলে তুলে ধরেছে প্রতিবাদ। দাবি তাদের একটাই  “বৈষম্য মানি না, পিছিয়েছে সব ভার্সিটি, পেছানো হোক মেডিকেল পরিক্ষাও”।

 

 

ফেসবুকে উক্ত নামে  খুলেছেন গ্রুপ, “সময়ের বৈষম্য মানি না পিছিয়েছে সব ভার্সিটি পেছাতে হবে মেডিকেলও”। যেখানে প্রতিটা শিক্ষার্থী তাদের নিজ নিজ বক্তব্য  জানিয়ে করছে এ দাবী।

ইতিমধ্যে তারা প্রধানমন্ত্রী কার্যালয়ে স্মারকলিপি জমা দিয়েছেন।  শিক্ষার্থীরা তাদের যৌক্তিক দাবি কতৃপক্ষকে  বিবেচনার অনুরোধ জানিয়েছেন।