ডাঃ আজাদ খান, ষ্টাফ রিপোর্টার জামালপুর জেলা: তাং ১০/০৯/২০২১ ইং বিশিষ্ট শিক্ষাবিধ, সরকারি আশেক মাহমুদ কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ফুলবাড়ীয়া কলিমুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতী ছাত্র, জনাব মোহাম্মদ মনোয়ার হুসেন মুরাদ কলিমুল্লাহ স. প্রা. বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় সংবর্ধনা।

সংবর্ধনা অনুষ্ঠানটি আয়োজন করে কলিমুল্লাহ স্কুল প্রাক্তন শিক্ষার্থী পরিষদ । আজ (১০ সেপ্টেম্বর) শুক্রবার বিকাল ৫:০০ ঘটিকার সময় ফুলবাড়ীয়া কলিমুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। কবিতার ছন্দে ছন্দ মিলিয়ে, কথার ফুল ঝুড়ি সাজিয়ে, শামীম হাসানের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হওয়া আজকের অনুষ্ঠানের সভাপতি জাকির ইমতিয়াজ, প্রধান অতিথি- ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি এবং কলিমুল্লাহ স্কুল প্রাক্তন শিক্ষার্থী পরিষদের উপদেষ্টা প্রধান, সিনিয়র সাংবাদিক এম এইচ মজনু মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলিমুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরীনা আক্তার। ম্যানেজিং কমিটির নব নির্বাচিত সভাপতিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন বিশেষ অতিথি স্কুলের প্রধান শিক্ষক শিরীনা আক্তার। এবং ক্রেষ্ট প্রদান করেন কলিমুল্লাহ স্কুল প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সভাপতিঃ জাকির ইমতিয়াজ, সেক্রেটারিঃ রমজানা ইয়াসমিন মিনা, সাংগঠনিক সম্পাদকঃ ডাঃ মোঃ শফিকুল ইসলাম আজাদ খান। স্বাগত বক্তব্যে সভার সভাপতি জাকির ইমতিয়াজ বলেন- আমরা এমন একজন গূণীজনকে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে পেয়েছি, যিনি ছিলেন অত্র বিদ্যালয়ের একজন প্রাক্তন কৃতী ছাত্র! স্কুলের প্রতি ভালোবাসা, দরদ তার শিশুকাল থেকেই। কাজেই স্কুলের উন্নয়নের তার ভূমিকা থাকবে যেনো মেঘ না চাইতেই বৃষ্টি, এমন। আজ আমরা ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে তাকে পেয়ে অনেক অনেক আনন্দীত।

্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এম. এইচ. মজনু মোল্লা বলেন- শিক্ষার মান উন্নয়নে এ বিদ্যালয়ের সকল বিষয়ে সকল কাজে তার নিরলস প্রচেস্টা অব্যাহত থাকবে। অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি তার মূল্যবান বক্তব্যের শুরুতে স্কুলের প্রতিষ্ঠাতা ও জমি দাতাদের রূহের মাগফেরাত কামনা করেন। তিনি বলেন আমি সভাপতি মানেই আমি পরিপূর্ণ না, আমিই সব কিছু না ! আপনারা আমায় সবাই মিলে পারস্পরিক সহযোগিতা করলেই আমি হবো পরিপূর্ণ এবং তখনই কলিমুল্লাহ স্কুলকে দেশের একটা মডেল স্কুল হিসাবে প্রতিষ্ঠা করা সম্ভব।

বিশেষ অতিথি স্কুলের প্রধান শিক্ষক শিরীনা আক্তার উনার বক্তব্যে বলেন- বহুগূণের অধিকারী এমন একজন বিশিষ্ট শিক্ষাবীদ স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচিত হওয়ায় তিনিও অনেক আনন্দীত এবং স্কুল তথা স্কুলের ছাত্রছাত্রীদের পাঠদান, মান উন্নয়নে উনার মতো লোকের এই মুহুর্তে বড়ই প্রয়োজন ছিলো। স্বাগত ভাষণে সংগঠনের যুগ্ম সম্পাদক ছানোয়ার হোসেন বলেন- প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সরকারের ঘোষিত নীতিমালায় একজন সভাপতির যে গূণ বা যোগ্যতা থাকা দরকার, সে মতে আমাদের স্কুল’ ই হয়তো ১ম এবং অধিক গূণী একজন সভাপতির নির্বাচন দিয়ে শুরু হলো। মজিবর রহমান মতি নির্বাচিত সভাপতি’ র অনেক গূণের স্মৃতিচারণ করলেন।

তিনি তার স্বপ্নের কথা বললেন শিশুকাল থেকেই তিনি তাকে অনুস্বরন বা অনুকরণ করার চেষ্টা করেন। সংগঠনের সাংগঠনিক সম্পাদক ডাঃ মোঃ শফিকুল ইসলাম আজাদ খান তার বক্তব্যে আনন্দে আবেগ আপ্লুত কন্ঠে বলেন- একটা স্কুলের সার্বিক উন্নয়নে একজন সাধারণ লোকের চাওয়া পাওয়া দাবী যার কাছে পেশ করা হয় তিনিই হলেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি। আজ যিনি সভাপতি হলেন, তিনি যেহুতু এই স্কুলেরই একজন প্রাক্তন কৃতী ছাত্র সেহেতু স্কুলের সার্বিক উন্নয়নে তার লালিত স্বপ্ন বাস্তবায়নের চাবি এখন তারই হাতে।

কাজেই স্কুলের সার্বিক উন্নয়ন শুরু হলো আজ থেকেই। সভায় আরো যারা উপস্থিত ছিলেন- ক্রীড়া সম্পাদক ঃ মামুন রায়হান, মহিলা বিষয়ক সম্পাদকঃ ইসমত জাকিয়া নার্গিস, সাবিনা আক্তার, সীমা মল্লিক, ইসমত আরা, মোহাম্মদ সাখাওয়াত হোসেন সোহাগ, সাখাওয়াত হোসেন শুভ, জুছেন, মাসরুজ্জামান মিমন, দুখু মিয়া, আকিজ মিয়া প্রমুখ ।