জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রতিনিধি ভেরা মেনডোনচার নেতৃত্বে এক প্রতিনিধি দল রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সফর করেছেন। বৃহস্পতিবার রাবি উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তারের সঙ্গে তারা সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন।
মতবিনিময়কালে তারা ইউনিসেফ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণা কার্যক্রমে সহযোগিতার জন্য সমঝোতা স্মারক নিয়েও আলোচনা করেন। সেখানে অন্যদের মধ্যে রাবি জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর প্রদীপ কুমার পাণ্ডে উপস্থিত ছিলেন।
ইউনিসেফ প্রতিনিধি দলে ছিলেন রংপুর ও রাজশাহী অঞ্চলের প্রধান নাজিবুল্লাহ হামিম এবং সোস্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ অফিসার মঞ্জুর আহমেদ।
পরে প্রতিনিধি দলটি প্রকৌশল অনুষদের সভাকক্ষে রাবির ২৫ জন শিক্ষক ও ১৫ জন শিক্ষার্থীর সঙ্গে ইউনিসেফের কার্যক্রম নিয়ে কথা বলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।