মোঃ এনামুল হক, নড়াইল লোহাগড়া স্টাফ রিপোর্টার: নড়াইল জেলার লোহাগড়া উপজেলাধীন ৮নং দিঘলিয়া ইউনিয়নের -দিঘলিয়া নবগঙ্গা ডিগ্রী কলেজ এর দ্বিতীয় পর্যায়ে দ্বায়িত্ব পেলেন কলেজের অধ্যক্ষ দীনেশ চন্দ্র বিশ্বাস। নবগঙ্গা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা সাবেক ইউনিয়নের চেয়ারম্যান শিকদার মাহাবুবুর রহমান। কলেজটির শিক্ষা(পাসকৃত) হার বেশি।
বিভিন্ন অঞ্চলে থেকে ছাত্র ছাত্রী লেখাপড়া করার জন্য আসে। যে সমস্ত শিক্ষকবৃন্দ রয়েছেন তাদের ব্যবহার এবং ছাত্র ছাত্রীদের শিক্ষার প্রতি সুনজর দিয়ে শিক্ষার মান খুবই ভালো যা অনেকেই অবগত। কলেজের কমিটির মধ্যে দিয়ে কিছু সমস্যা হয়েছে যা অনেকবার মিটিং বা আলোচনা করেছেন ইউনিয়নবাসী সহ বাহিরের থেকে আসা অভিজ্ঞব্যাক্তিগন। কলেজের টাকার হিসাবে গড়মিল প্রমাণিত হয়।
এবং প্রমানিত হওয়ার কারনে অধ্যক্ষ মোশাররফ হোসেন পদত্যাগ করেন। আজ নতুন অধ্যক্ষ হিসেবে দ্বায়িত্ব পেলেন দীনেশ চন্দ্র বিশ্বাস। দীনেশ চন্দ্র বিশ্বাস এর আগে ও একবার অধ্যক্ষ হিসাবে দ্বায়িত্ব পেয়েছিলেন।
আবার তাকে ভালো মনে করেন কলেজ কর্তৃকপক্ষ। পুনরায় কলেজের অধ্যক্ষ দ্বায়িত্ব পালন করবেন। কলেজের বিগত দিনের জমাকৃত ৩০ লক্ষ টাকার হিসাব এখনও মেলে নাই। অপেক্ষায় থাকুন এবং অনলাইনে নজর রাখুন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।