মোঃ ছামিউল ইসলাম জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মেলান্দহে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৪ সেপ্টেম্বর (শনিবার) ১১টা সময় মেলান্দহ উপজেলা নয়ানগর ইউনিয়নের সাধুপুর মধ্যেপাড়া হুমায়ুন কবির পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের আয়োজনে নিজস্ব হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পলিটেকনিক্যাল ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে ইত্তেফাক সাংবাদদাতা মোঃ শাহজামালের সঞ্চালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন- মেলান্দহ উপজেলা শ্রমিকলীগের সভাপতি -আলহাজ্ব কিসমত পাশা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন -বাংলাদেশ আওয়ামীলীগ মেলান্দহ উপজেলা শাখার সহসভাপতি আবুল মনসুর খান দুলাল, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন – বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাংবাদিক এসএম আল ফাহাদ, ইনস্টিটিউটের সুপারিটেনটেন্ড ইঞ্জি. জাহিদুল ইসলাম,আলহাজ্ব আব্দুস ছাত্তার মাষ্টার, জেএম সাধুপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদুর রহমান, সমাজকর্মী নাজিম উদ্দিন, মোজাম্মেল হক,তারা মিয়া,কবি দেলোয়ার হোসেন,মাওলানা আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
সভায় গতানুগতিক ও কারিগরি শিক্ষাকে বাস্তব রূপ দেয়ার উপর গুরুত্বারোপ করা হয়।