সারাদেশের ন্যায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জেও স্বাস্থ্যবিধি মেনেই শুরু হলো শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান। দীর্ঘ ৫৫৪ দিন পর আজ (রেববার) সকাল সাড়ে ৯টায় মাস্ক ও স্বাস্থ্যবিধি মেনে স্কুলে প্রবেশ করে শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা যায়, ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মূল ফটকে থারমাল স্কেনার দিয়ে শরীরের তাপমাত্রা মাপছেন গেইট কিপার। একজন করে শারীরিক দূরত্ব মেনে স্কুলে প্রবেশ করেছে শিক্ষার্থীরা।

এ সময় গেইটে দাঁড়িয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি হাফিজা জেসমিন ফুল দিয়ে শিক্ষার্থীদের স্বাগত জানান। এরপর একে একে নির্ধারিত ক্লাসে প্রবেশ করেন শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা বলেন, সরকারের বেঁধে দেয়া নির্দেশনার ফলে দীর্ঘদিন পর দেখা হলেও বন্ধুদের সঙ্গে হ্যান্ডশেক বা কোলাকুলি করতে পারছি না। স্কুলে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে খুব ভালোভাবে। শিক্ষকেরা জানিয়েছেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার জন্য যে সকল নির্দেশনা দিয়েছিল। সে আলোকই প্রস্তুত হয়েছে স্কুলগুলো।