মহান স্বাধীনতা দিবসে শ্রদ্ধাঞ্জলি দিতে গিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আওয়ামীপন্থী দুই শিক্ষক গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। শনিবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় স্মৃতিসৌধে বঙ্গবন্ধু পরিষদ এবং বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিটের শিক্ষকদের মধ্যে এ হাতাহাতির ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, স্মৃতিসৌধে সকাল সাড়ে ৯টার দিকে উপ-উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শ্রদ্ধাঞ্জলি জানায়। এরপর একে একে বিশ্ববিদ্যালয়ের অনুষদ, বিভাগ আবাসিক হল, ছাত্রলীগ, শিক্ষক-ছাত্র সংগঠন ফুল দেওয়া শুরু করে। এ সময় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদের শিক্ষক ইউনিটের শিক্ষকরা ফুল দিতে বেদিতে উঠতে গেলে সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা সহকারী প্রক্টর ড. শফিকুল ইসলামের সঙ্গে তাদের বাক-বিতন্ডা হয়।

এরপর সেখানে বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্র ঘোষিত কমিটির শিক্ষকরা গেলে উভয়ের মধ্যে বাক-বিতন্ডা শুরু হয়। একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। দুই গ্রুপের প্রায় অর্ধশতাধিক শিক্ষক এ হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরে সিনিয়র শিক্ষকদের সহায়তায় পরিস্থিতি শান্ত হয়।

 

 

কলমকথা/ বিথী