আগামী ৯ অক্টোবর থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলগুলো খুলছে। কমপক্ষে এক ডোজ টিকা নেওয়া আবাসিক শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন। একইসঙ্গে আগামী ২০ অক্টোবর থেকে সশরীরে ক্লাস চলবে। মঙ্গলবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয় সূত্রে এতথ্য জানা যায়।
এর আগে সোমবার জরুরি সিন্ডিকেট সভা শেষে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম এতথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আমরা ৯ অক্টোবর সকাল ১০টা থেকে শিক্ষার্থীদের হলে উঠাবো। শুধু আবাসিক কার্ডধারী ও কমপক্ষে এক ডোজ টিকা নেওয়া শিক্ষার্থীরা হলে উঠতে পারবে। আপাতত গণরুম থাকছে না। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সুবিধাগুলোও চালু করা হবে। সভায় ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে প্রো-ভিসি ড. মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া, সিন্ডিকেট সদস্য ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান উপস্থিত ছিলেন। এর আগে সকাল ১১ টায় আবাসিক হলগুলো খোলা ও ক্লাস যথারীতি চালু করার বিষয়ে একাডেমিক কাউন্সিলের ১২১তম (জরুরি) সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ভিসি হলগুলো পরিদর্শন করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।