গান মানুষের মনের কথা বলে। মনের সুখ-দুঃখ, হাসি-কান্না যেন গানের মাধ্যমে নতুন রূপ পায়। গান যেন মানুষের সাথে ওতপ্রোতভাবে জুড়ে আছে।
হাজার বছর আগ থেকেই মানুষ গান গাইছে এখনো গেয়ে যাচ্ছে এবং হয়তো আগামীতেও গেয়ে যাবে। গান যে মানুষের প্রাণ যা মিশে আছে মানুষের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ঝালোকাঠির শান্তার কাছে গানই যেন প্রাণ। শান্তা এখন আরটিভির ‘বাংলার গায়েন’-এ শীর্ষ ১২তে রয়েছেন। প্রতিযোগিতায় শান্তা রয়েছে এমএমএস পর্যায়ে।
আরটিভির ‘বাংলার গায়েন’-এ ভোটিং রাউন্ড শুরু হয়েছে। ভোটিং রাউন্ডে শান্তাকে ভোট করতে BG 144 লিখে পাঠিয়ে দিতে হবে 26969 নাম্বারে যত খুশি তত। বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের অনুপ্রেরণায় ‘বাংলার গায়েন’-এ গান পাঠান শান্তা এবং সেখানে সুযোগ পান।
দুবার গান পাঠিয়ে দুবারই নির্বাচিত হন তিনি। ‘বাংলার গায়েন’-এ শান্তার পাঠানো গান দুটি যথাক্রমে ছিল ‘কেমন আছো বন্ধু তুমি’ ও ‘এক চোখেতে হাসন কান্দে’।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।