![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2023/03/IMG-20230317-WA0179.jpg)
যশোর সদর উপজেলার বসুন্দিয়া আল-আমিন প্রি-ক্যাডেট স্কুলের দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সংস্কৃতিক প্রতিযোগিতা ১৭ই মার্চ শুক্রবার সম্পন্ন হয়েছে। এ অনুষ্ঠানে বিভিন্ন খেলাধুলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ডা: অধ্যাপক নিকুঞ্জ বিহারী গোলদার।
সমাপনী দিবসের অনুষ্ঠানের সভাপতি বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ শামসুজ্জোহা চান্নুর সভাপতিত্বে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাজিম উদ্দিন ফারাজির তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনি বিভাগের বিভাগীয় প্রধান সাবেক অধ্যাপক ডা: নিকুঞ্জ বিহারী গোলদার।
ডা: নিকুঞ্জ বলেন প্রায় ১ দশক ধরে বিভিন্ন অঞ্চলের গরীব দুস্থ্য সহ সর্বস্তরের মানুষের পাশে থেকে নিজের চিকিৎসা সেবাকে মানবিক কর্মকান্ড হিসেবে বিবেচনা করে মানুষের সেবায় কাজ করে চলেছেন। তিনি বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে গরীব দুঃখী মানুষের সেবা করে চলেছেন। তিনি শেখ হাসিনা সরকারের প্রণীত শিক্ষা ব্যবস্থার মাধ্যমে একটি দক্ষ জাতি তৈরিতে শিক্ষকদের ভূমিকার বিকল্প নেই বলেও মন্তব্য করেন।
মোঃ আব্দুল আলীমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনতা ব্যাংক যশোর এরিয়ার অবসরপ্রাপ্ত সহকারী মহাব্যবস্থাপক এম. এ. করিম, যশোর সদরের সিঙ্গিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার সভাপতি ও দৈনিক সমাজের কথা পত্রিকার স্টাফ রিপোর্টার এস এম লাবুয়াল হক রিপন, গ্রামীণ ব্যাংক বসুন্দিয়া শাখার ম্যানেজার পরিমল চন্দ্র রায়, বসুন্দিয়া স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মোঃ মেহেদী হাসান সবুজ, প্রেসক্লাব বসুন্দিয়ার সভাপতি আবু তাহের প্রচার সম্পাদক অমল কৃষ্ণ পালিত, বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক মহিলা সদস্যা ফিরোজা সুলতানা প্রমূখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।