ফিলিস্তিনের বুকে ইসরায়েল প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই দখলদার ইসরায়েল ফিলিস্তিনিদের উপর অন্যায়ভাবে নিজেদের ভূখন্ড থেকে উৎখাত সহ নানা অন্যায় অত্যাচার করে আসছে।
সম্প্রতি দখলদার ইসরায়েলের বিরুদ্ধে স্বাধীনতাকামী সংগঠন হামাস কর্তৃক পাল্টা হামলা চালানো হলে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত তীব্র আকার ধারণ করে।
ইসরায়েলের সশস্ত্র হামলায় নতুন করে প্রান হারায় নারী শিশুসহ অসংখ্য বেসামরিক জনগণ।তারই প্রেক্ষিতে রবিবার (১৫ই অক্টোবর) বেলা ২ঘটিকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের নামাজ শেষে সাধারণ শিক্ষার্থীরা ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করে। এতে সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
এসময় শিক্ষার্থীরা ফিলিস্তিনের স্বাধীনতার প্রতি সংহতি প্রকাশ করে বক্তব্য দেন।এবং ফিলিস্তিনে সন্ত্রাসী গোষ্ঠী ইসরায়েল কর্তৃক পরিচালিত নির্মম হত্যাযজ্ঞ বন্ধের জন্য বিশ্বনেতাদের উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আহ্বান করেন।
এ প্রসঙ্গে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী, জাকারিয়া কবির বলেন -❝বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে, ফিলিস্তিন বাংলাদেশের প্রতি সমর্থন জানিয়েছে এবং বন্ধু রাষ্ট্রের পরিচয় দিয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশ সরকার শক্তভাবে ফিলিস্তিনের সাথে ছিলো এবং রয়েছেন।আমরা একই সাথে শিক্ষার্থী ও বাঙালী হিসেবে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানানো নৈতিক দায়িত্ব হিসেবে মনে করি। সেই সাথে ইসরায়েলী আগ্রাসনের নিন্দা জানাই।❞
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।