এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২ ডিসেম্বর। এবারের পরীক্ষায় মোট ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন শিক্ষার্থী অংশ নেবেন। আজ বৃহস্পতিবার (১৮ নভেম্বর) শিক্ষামন্ত্রী তার দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। শিক্ষামন্ত্রী দিপু মনি বলেন, ‘এই বছরের ২ ডিসেম্বর থেকে শুরু হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা।

যেখানে লিখিত পরীক্ষা হবে ১ ঘণ্টা ১৫ মিনিট এবং এমসিকিউয়ের জন্য সময় থাকবে ১৫ মিনিট’। সংবাদ সম্মেলনের আগে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষে গঠিত জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভা হয়।

এর আগে ২৭ সেপ্টেম্বর সরকারের পক্ষ থেকে জানানো হয় ২ নভেম্বর থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। সেই ঘোষণা মোতাবেক ১৪ নভেম্বর থেকে চলছে এসএসসি পরীক্ষা।