ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২১-২২সেশন থেকে ১০১৫টি আসন কমানোর সুপারিশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারনী ডিন’স কমিটি এই সুপারিশ করেছে। সুপারিশ বাস্তবায়ন হলে প্রতি ১৬ জন শিক্ষার্থী পাবে ১ জন শিক্ষক।
বিশ্ববিদ্যালয়ের ডিন’স কমিটির প্রস্তাবিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রস্তাবিত প্রতিবেদন অনুযায়ী সবচেয়ে বেশি আসন কমবে কলা অনুষদে। এতে ১৭টি বিভাগে কমবে ৫১৫টি আসন। অৰ্থাৎ ১৮৭৫ আসন থেকে কমে ১৩৬০ আসনে নেমে আসবে।
এছাড়া ব্যবসায় শিক্ষা অনুষদে ২০০টি, সামাজিক বিজ্ঞান অনুষদে ১৫৭টি, জীববিজ্ঞান অনুষদে ৯০টি, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স অনুষদে ১০টি,
আইন অনুষদে ২০টি, চারুকলা অনুষদে ৫টি, ইনস্টিটিউটগুলোতে ৪০টি আসন কমানোর সুপারিশ করা হয়েছে। এছাড়া কিছু বিভাগে আসন সংখ্যা বাড়ানোর সুপারিশ করা হয়েছে। এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে সর্বোপরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আসন ৭১২৫ থেকে ৬১১০ আসনে নেমে আসবে।
কলম কথা / বি সুলতানা
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।