কেশবপুরের হিজলডাঙ্গা শহীদ ফ্লাইট লেঃ মাসুদ মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ মশিয়ুর রহমান শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ড. মুহম্মদ শহীদুল্লাহ গোল্ডেন এ্যাওয়ার্ড লাভ করেছেন। বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে তাঁকে উক্ত গোল্ডেন এ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। ঢাকার পুরানা পল্টনে ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে রবিবার বিকালে এক অনাড়ম্বার অনুষ্ঠানে হিজলডাঙ্গা শহীদ ফ্লাইট লেঃ মাসুদ মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ মশিয়ুর রহমানের হাতে উক্ত গোল্ডেন এ্যাওয়ার্ড তুলে দেন বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহ আলম চুন্নু ও মহাসচিব এম এইচ আরমান চৌধুরী। অপরদিকে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য স্বাধীনতা সংসদ অধ্যক্ষ মশিয়ুর রহমানকে ভাষা সৈনিক জ্ঞানতাপস ড. মুহম্মদ শহীদুল্লাহ স্মৃতি সম্মাননা প্রদান করেছেন। রবিবার সন্ধ্যায় ঢাকার ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারর্স মিলনায়তনে এক অনাড়ম্বার অনুষ্ঠানে হিজলডাঙ্গা শহীদ ফ্লাইট লেঃ মাসুদ মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ মশিয়ুর রহমানের হাতে উক্ত ড. মুহম্মদ শহীদুল্লাহ স্মৃতি সম্মাননা ক্রেস্ট তুলে দেন স্বাধীনতা সংসদের চেয়ারম্যান এ্যাডভোকেট এ এন সালামাত উল্লাহ ও সহাসচিব সাহেদ আহম্মেদ। যশোর- ৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার তাঁকে পুনবহাল করায় শিক্ষা ক্ষেত্রে তাঁর উদ্দম বেড়ে যাওয়ায় তিনি উল্লেখিত ২টি গোল্ডেন এ্যাওয়ার্ড লাভ করেছেন বলে অধ্যক্ষ মশিউর রহমান জানান। তিনি এমপি শাহীন চাকলাদারকে ধন্যবাদ জানান।
কলমকথা/হুমায়ূন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।