সারাদেশের সরকারি- বেসসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস (২০২১-২২ শিক্ষাবর্ষে) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১লা এপ্রিল।
কিন্তু এবার ভর্তি পরীক্ষা নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা, সংক্ষিপ্ত সিলেবাস নাকি পূর্ণাঙ্গ সিলেবাসে হবে এবারের ভর্তি পরীক্ষা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের ভর্তির প্রজ্ঞাপনে পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা নেয়ার কথা জানালেও ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকেরা সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষার জোর দাবি জানাচ্ছেন।
এই দাবি আদায়ে উচ্চ আদালতে এ সংক্রান্ত একটি রিট আবেদনও দায়ের হয়েছে। রিট আবেদনটি এখন শুনানির অপেক্ষায়। তবে উচ্চ আদালতের নির্দশনা এলে সিদ্ধান্ত মেনে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
কলমকথা/সাথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।