খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ক্যারিয়ার ক্লাবের পক্ষ থেকে ‘মাইক্রোসফট অফিস পাওয়ারপয়েন্ট’ এর ব্যাবহার নিয়ে কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালায় প্রথম বর্ষের শিক্ষার্থীদের পাওয়ারপয়েন্টের মাধ্যমে বিভিন্ন কন্টেন্ট তৈরি ও প্রজেক্টরে প্রেজেন্টেশন দেয়ার ব্যাপারে প্রশিক্ষণ দেওয়া হয়।
শুক্রবার (২৭ জুন) এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রশিক্ষণ পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের মাস্টার্সের শিক্ষার্থী উজ্জল সাহা। তিনি ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর এবং আইটি বিষয়ক প্রতিষ্ঠান ‘ক্রিয়েটিভ ক্যাটের’ প্রতিষ্ঠাতা পরিচালক। মূলত প্রথম বর্ষের শিক্ষার্থীদের বিভিন্ন কোর্সে প্রেজেন্টেশন তৈরি এবং জীবনের বিভিন্ন প্রয়োজনে পাওয়ার পয়েন্ট এর ব্যবহার নিয়ে এই কর্মশালার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাব।
উল্লেখ্য, খুলনা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয় এবং প্রতিষ্ঠাকালীন থেকেই শিক্ষার্থীদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্যে বিভিন্ন কর্মশালা এবং সেশনের আয়োজন করা হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এবং জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক কর্মসূচির আয়োজন করেছে ক্লাবটি ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।