খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষা বর্ষের প্রথমবর্ষ স্নাতক ও স্নাতক সম্মান শ্রেণির ক্লাস আগামি ২২ ফেব্রুয়ারি থেকে সশরীরে শুরু হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে অন্যান্য শিক্ষাবর্ষের ক্লাসও শুরু হবে।

এ পরিপ্রেক্ষিতে প্রথমবর্ষের ভর্তি কার্যক্রম আগামী ১৭ ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে খুবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান এ তথ্য জানান।