গাঁজা সেবনের দায়ে ইডেন কলেজের ছাত্রীসহ আটক ৩ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে গাঁজা সেবনের দায়ে তিনজনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল টিম।
শুক্রবার (৫ মার্চ) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী পঙ্কজ চৌধুরী রাতুল, বহিরাগত আরাফাত আহমেদ সাদ ও ইডেন মহিলা কলেজের দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আসপিয়া আক্তার।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, মাদক সেবনের অভিযোগ তিনজনকে আটক করা হয়েছে। তাদের শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।