চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২০-২১ সেশনের স্নাতক প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৫ হাজার ২৬১ জন শিক্ষার্থী। যা পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ৫১ দশমিক ৯২ শতাংশ।
‘সি’ ইউনিট ভর্তি পরীক্ষা কমিটির সমন্বয়ক অধ্যাপক এস এম সালামত উল্যা ভূঁইয়া শনিবার (৩০ অক্টোবর) সকালে জানান, ‘সি’ ইউনিটে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ফেল
করেছে ৪ হাজার ৮৭১ জন। যা শতকরা ৪৮ দশমিক ০৮ শতাংশ। এর আগে শুক্রবার (২৯ অক্টোবর) এক শিফটে নেওয়া হয় ‘সি’ ইউনিটের পরীক্ষা।
এই ইউনিটে ১৩ হাজার ৯১৮ জন ভর্তি আবেদনকারীর মধ্যে অংশ নিয়েছেন ১০ হাজার ১৩২ জন। যা মোট পরীক্ষার্থীর ৭২ দশমিক ৭৯ শতাংশ। অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৭৪৬ জন। যা শতকরা হিসেবে ২৭ দশমিক ২১ শতাংশ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।