২০২২-২৩ শিক্ষাবর্ষের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা থেকে বেরিয়ে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। সেই সাথে ভর্তি পরীক্ষার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সভাপতি করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) ৬৫ তম বিশেষ একাডেমিক কাউন্সিলে এ সিদ্ধান্ত নেয়া হয়। ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষার জন্য কেন্দ্রীয় কমিটিসহ তিনটি ইউনিট কমিটিও গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. একেএম লুৎফর রহমান। তিনি বলেন গুচ্ছ থেকে বেরিয়ে জবিতে ভর্তি কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় কমিটিতে থাকছেন ভিসি, ট্রেজারার, রেজিস্ট্রার এবং সব ডিন। ইউনিটভিত্তিক কমিটিতে আছেন, একজন ডিন ও বিভাগগুলোর চেয়ারম্যান।

উল্লেখ্য, বিশেষ একাডেমিক কাউন্সিলে ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আব্দুল কাদের গুচ্ছে একক ভাবে থাকার কথা বলেছিলেন, কিন্তু সকল শিক্ষকদের তোপের মুখে তার কথা টিকেনি।