জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কেন্দ্রীয়ভাবে বিদ্যা ও সংগীতের দেবী সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব এই পূজা। এ উপলক্ষে নানা আয়োজন করা হয়েছে ক্যাম্পাসে।

শনিবার (৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের নিচতলায় ১১টায় পূজা শুরু হয়।

সকাল থেকেই পূজা দেখতে ভিড় করেন দর্শনার্থী ও শিক্ষার্থীরা। তাদের পদচারণায় মুখর হয়ে ওঠে ক্যাম্পাস। ক্যাম্পাসকে সাজিয়ে তুলতে রঙ্গিন করে আঁকা হয়েছে আলপনা। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু করে শান্ত চত্বর, শহীদ মিনারের সম্মুখভাগ, রফিক ভবনের সামনে এবং প্রশাসনিক ভবনের চারপাশে নানা ধরনের আলপনা এঁকেছে শিক্ষার্থীরা।

এসময় দর্শনার্থীরা বলেন, খুবই সুন্দর আয়োজন হয়েছে। করোনার কারণে এবার শুধু একটি মন্ডপে পূজা হচ্ছে কিন্তু গত বছর তো সেটিও হয়নি।

পূজা শুরুর কিছুক্ষণের মধ্যেই পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, প্রক্টর মোস্তফা কামালসহ অন্যান্য শিক্ষক।

এসময় উপাচার্য বলেন, এখানে স্বাস্থ্যবিধি মেনে পূজা উদযাপন হয়েছে। ধর্ম যার যার উৎসব সবার। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাম্প্রদায়িকতার কোনো জায়গা নেই। করোনা সংক্রমণ কমলেই ক্যাম্পাসে সব ধরনের উৎসব সারাবছরই হবে।

উল্লেখ্য, গত বছর করোনার কারণে ক্যাম্পাসে পূজা উদযাপন হয়নি। এবছরেও করোনা প্রকোপ বেড়ে যাওয়ায় মাত্র একটি মন্ডপে কেন্দ্রীয়ভাবে পূজার আয়োজন করা হয়েছে।