আজ (২০ জুন ২০২১ ,রবিবার ) Institutional Quality Assurance Cell (IQAC) জগন্নাথ বিশ্ববিদ্যালয় আয়োজিত বিশ্ববিদ্যালয়ের জেষ্ঠ্য কর্মকর্তাবৃন্দের অংশগ্রহণে “Techniques of Office Management” বিষয়ক ভার্চুয়াল ট্রেনিং অনুষ্ঠিত হয়।
উক্ত ট্রেনিং প্রোগ্রাম -এ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক প্রধান অতিথি এবং ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ট্রেনিং প্রোগ্রাম-এ Resource Person হিসেবে প্রথম পর্বে ছিলেন বিমান বাংলাদেশের জেনারেল ম্যানেজার জনাব শাকিল মেরাজ এবং দ্বিতীয় পর্বে ছিলেন IQAC -এর অতিরিক্ত পরিচালক এবং সমাজকর্ম বিভাগের চেয়্যারম্যান অধ্যাপক ড. রাজিনা সুলতানা। প্রথম পর্বে Office Management বিষয়ে এবং দ্বিতীয় পর্বে DO’S AND DON’TS IN THE OFFICE বিষয়ে আলোকপাত করা হয়। IQAC, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ কামরুল আলম খান সভাপতি হিসেবে এবং Moderator হিসেবে উপস্থিত ছিলেন IQAC -এর অতিরিক্ত পরিচালক এবং পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আইন-উল হুদা।
ট্রেনিং প্রোগ্রাম -এ রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, গ্রন্থাগারিক, প্রধান প্রকৌশলী সহ বিভিন্ন বিভাগ ও দপ্তরের জেষ্ঠ্য কর্মকর্তাবৃন্দ অংশগ্রহন করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।