জগন্নাথ বিশ্ববিদ্যালয়(জবি) বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার।

(সোমবার) ২৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মোঃ ইমদাদুল হক এর আদেশক্রমে রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় আগামী ২ বছরের জন্য পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. দীপিকা রানী সরকারকে বেগম  ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ করা হলো। বিধি মোতাবেক তিনি ভাতাদি ও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন, আগামী ৪ মার্চ থেকে এ আদেশ কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়ে ড. দীপিকা রাণী সরকার বলেন, আমাদের হলটি যেহেতু নতুন এতে কিছু ত্রুটি বিচ্যুতি থাকতে পারে। আমি চেষ্টা করব সেগুলো খুঁজে বের করে শিক্ষার্থীবান্ধব একটি পরিবেশ বজায় রাখতে।  হলের বর্তমানে প্রভোস্ট হিসেবে আছেন অধ্যাপক ড. শামীমা বেগম। ৪ মার্চ তার মেয়াদকাল পূর্ণ হওয়ার কারণে অধ্যাপক ড. দীপিকা রাণী সরকারকে পরবর্তী প্রভোস্ট নিযুক্ত করা হয়েছে।