জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মো. ওমর ফারুক।
আগামী দুই বছরের জন্য তিনি এ নিয়োগ পান। রোববার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে প্রকাশিত (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মো. ওমর ফারুককে সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরবর্তী দুই বছরের জন্য পরিবহন প্রশাসক হিসেবে নিযুক্ত করা হলো। এ সময় তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। এ আদেশ ২৯ সেপ্টেম্বর থেকে কার্যকর।
এর আগে শেখ হাসিনার দেশ ত্যাগের পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ তৎকালীন পরিবহন প্রশাসক সিদ্ধার্থ ভৌমিক শিক্ষার্থীদের তোপেরমুখে পদত্যাগ করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।