শিক্ষার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্বপ্নচুড়া বাসের উপর হামলা চালায় অবরোধকারীরা।
৩১ অক্টোবর (মঙ্গলবার) সকাল ৮ টার দিকে পুরান ঢাকার গেন্ডারিয়া এলকায় এ ঘটনা ঘটে।বাসের গ্লাস ভাঙা হয়। তবে শিক্ষার্থীরা সবাই সুরক্ষিত আছে। বাস ইতোমধ্যেই ক্যাম্পাসে পৌঁছেছে।
বাসে উপস্থিত শিক্ষার্থীরা জানান, নারায়ণগঞ্জ থেকে ক্যাম্পাসে আসার পথে বাসটি গেন্ডারিয়া এলাকায় পৌঁছালে একদল যুবক লাঠি হাতে স্লোগান দিতে দিতে এগিয়ে আসে। এসময় তাদের হাতে ইট-পাটকেল ছিল। বাসের কাছে এসেই তারা অবরোধের মধ্যেও কেন বাস চলাচল করছে তা জানতে চাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাস বললে তারা লাঠি হাতে বাসে ভাংচুর চালায় এবং ইটপাটকেল ছুঁড়তে থাকে। এতে বাসের গ্লাস ভেঙ্গে যায়। শিক্ষার্থীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।
স্বপ্নচূড়া বাস ড্রাইভার মজিদ বলেন, আমি বাস নিয়ে গেন্ডারিয়া রেল স্টেশনের পূর্ব পাশে আসলে দেখি কয়েকজন রাস্তায় আগুন জ্বালাচ্ছে। আমাদের তারা বাস নিয়ে সামনে এগিয়ে যেতে বলে। আমরা সামনে এগিয়ে গেলে হটাৎ তারা বাসে লাঠি ও ইট দিয়ে হামলা করে। ইট বাসের পেছনের গ্লাস এবং দোতলার দুইটা গ্লাসে লেগে ভেঙে যায়। আমরা জিডি করার প্রস্তুতি নিচ্ছি।
এ বিষয়ে প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী বলেন,এটা কেমন রাজনৈতিক স্বাধীনতা। যেখানে জনসাধারণতো বাদই দিলাম, সেখানে একটা পাবলিক বিশ্বিবদ্যালয়ের বাসও নিরাপদ না। যেখানে শত শত শিক্ষার্থী ক্লাস করতে বিশ্ববিদ্যালয়ে যাবে, সে নিরাপত্তা নেই।
বাসে চলাচলকারী প্রীতম নামের এক শিক্ষার্থী বলেন,দেশের এই ক্রান্তিলগ্নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বাস চালু রাখার এরুপ সিদ্ধান্তের কোন যৌক্তিকতা দেখছি না।
শিক্ষার্থীরা জীবনের বাজি রেখে ক্লাস করতে আসবে, এই জীবনের দাবী কে রাখবে? নাকি শিক্ষার্থীদের জীবনের কোন দাম নেই?
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল বলেন, বিশ্ববিদ্যালয়ের বাস রাষ্ট্রীয় সম্পদ। এ ঘটনায় গেন্ডারিয়া থানাকে আমরা জানিয়েছি। বিশ্ববিদ্যালয় থেকে মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে
প্রসঙ্গত, এক দফা দাবি আদায়ে দেশব্যাপী তিন দিন সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। তারই ধারাবাহিকতায় সকাল থেকে অবরোধ পালিত হচ্ছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।