জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবির) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সমাজ বিজ্ঞান অনুষদের অধীনে ‘বি’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

সোমবার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়। ফলাফলের বিষয়ে জানতে চাইলে সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক রাশেদা আখতার বলেন, ‘পরীক্ষায় অংশগ্রহণ করেছে মোট ২৩ হাজার ৭৯১ জন শিক্ষার্থী।

এর মধ্যে পাস করেছেন ছয় হাজার ২২৬ জন পরীক্ষার্থী। পাসের হার ২৬ শতাংশ। ছেলেদের তালিকায় প্রথম হওয়া শিক্ষার্থী পেয়েছেন ৭৭.৩৬ নম্বর এবং মেয়েদের মধ্যে সর্বোচ্চ নম্বর উঠেছে ৭৫.০২।’