শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) সাবেক ৫ শিক্ষার্থীকে নিয়ে সিলেটে মহানগরের জালালাবাদ থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। আজ মঙ্গলবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় পুলিশ কমিশনার নিশারুল আরিফ ও ডিসি (নর্থ) আজবাহার আলী শেখ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটকদের মঙ্গলবার বিকেল ৫টায় সিলেটে আনা হয়েছে। জালালাবাদ থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হবে।
তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর আগে সোমবার (২৪ জানুয়ারি) রাতে ঢাকা মহানগর পুলিশের সিআইডি তাদের আটক করে।
পরে তাদের সিলেট পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটককৃতরা হলেন টাঙ্গাইল জেলার হাবিবুর রহমান খান (২৬), বগুড়ার রেজা নুর মুইন (৩১), খুলনার নাজমুল সাকিব (৩২), ঢাকার এ কে এম মারুফ হোসেন (২৭) এবং কুমিল্লা জেলার ফয়সল আহমেদ (২৭)। শাবিতে চলমান আন্দোলনে অর্থ সহায়তার অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে জানা গেছে।
কলমকথা/ সাথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।