রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সচিব ড. মো. মোয়াজ্জেম হোসেনকে বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৪ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব সরকারি কলেজ-২ উপসচিব ড. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। আদেশের বিষয়ে জানতে চাইলে রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর হাবিবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
আদেশে বলা হয়েছে, ড. মোয়াজ্জেম হোসেনকে ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরে সংযুক্ত করা হয়েছে। এছাড়া ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীরকে রাজশাহী শিক্ষাবোর্ডের সচিব (প্রেষণ) করা হয়েছে। এদিকে, সচিব ড. মো. মোয়াজ্জেম হোসেনকে বদলির খবরে রাজশাহী শিক্ষাবোর্ডে দুপুরের পর মিষ্টি বিতরণ করা হয়েছে।
বদলি আদেশের খবর জানাজানি হলে বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা মিষ্টিমুখ করেন। এর আগে রাজশাহী শিক্ষাবোর্ডের সচিব ড. মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এছাড়াও অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ছিল তার বিরুদ্ধে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।